Logo Logo

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


Splash Image

গাজীপুরে নির্মমভাবে কুপিয়ে নিহত সাংবাদিক তুহিনের হত্যার প্রতিবাদে শনিবার (৯ আগস্ট) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন সংবাদকর্মী অংশগ্রহণ করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


বিজ্ঞাপন


মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত প্রাণহানি ঘটাচ্ছেন। সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ড দেশের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া ফেলে দিয়েছে। হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে একটি শক্ত বার্তা দেওয়া উচিত যাতে ভবিষ্যতে সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলার প্রতিবাদ স্বরূপ দৃষ্টান্ত স্থাপন হয়।”

রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হকসহ অন্যান্য সাংবাদিক এসময় বক্তব্য দেন। এছাড়াও দেবাশীষ বিশ্বাস, কাজী টুটুল, শিশির, সোহেল রানা, আজু শিকদারসহ অনেকে নিজেদের মতামত ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হত্যার ঘটনা বাড়ছে, কিন্তু আইনে দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে এই প্রবণতা রোধ করা যাচ্ছে না। এজন্য হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। অনেক পরিবারের সদস্য তাদের সন্তানদের এ পেশা থেকে সরে যেতে বলছেন, যা সাংবাদিকতায় বড় একটি সংকটের সূচনা।”

সমাবেশে উপস্থিত সাংবাদিকরা রাষ্ট্রের কাছে দাবি জানান, সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ড যেন শিগগির দৃষ্টান্তমূলক বিচার হয় এবং দেশের সব সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

প্রতিবেদক - স্বপন বিশ্বাস, রাজবাড়ী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...