বিজ্ঞাপন
পটুয়াখালীর কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) পটুয়াখালী জেলা শাখার অভিষেক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেল ৩টায় পর্যটন হলিডে হোমস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিকরা মিলিত হন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএমইউজে পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ ও সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি ও লতাচাপলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আ. আজিজ মুসুল্লী, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবুল ভূইয়া, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আ. মোতালেব শরীফ, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাইদ ও সাধারণ সম্পাদক মো. হোসাইন আমির প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মো. জাহিদ। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতকরণ, তথ্যের সঠিক ব্যবহার এবং গণতন্ত্রের বিকাশে স্থানীয় সাংবাদিকদের অবদানের গুরুত্ব তুলে ধরেন। তারা মফস্বল সাংবাদিকদের কল্যাণে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠান শেষে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. বাদল হোসেন। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...