বিজ্ঞাপন
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ আগস্ট) সকাল ১১টায় প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমএসইউ) গোপালগঞ্জ জেলা শাখা ও জেলায় কর্মরত সকল সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একের পর এক সাংবাদিক হত্যার ঘটনায় দোষীরা শাস্তি না পাওয়ায় দেশে দণ্ডমুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠিত হচ্ছে। তুহিন হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে গণমাধ্যমের স্বাধীনতা আজ গুরুতর হুমকির মুখে।
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে
সভাপতিত্ব করেন বিএমএসইউ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি, দৈনিক ক্রাইম নিউজ সম্পাদক ও প্রকাশক, এবং দৈনিক ভোরের বাণী পত্রিকার চিফ রিপোর্টার এ জেড আমিনুজ্জামান রিপন।
এসময় বক্তৃতা করেন গোপালগঞ্জ জার্নালিস্ট ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান বাবুল, যিনি খুনিদের পাশাপাশি হত্যার পেছনের গডফাদারদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
আরো বক্তব্য দেন—দৈনিক বর্তমান গোপালগঞ্জ সম্পাদক ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মো. মোস্তফা জামান, আরটিভির আব্দুল্লাহ আল মামুন, ৭১ টেলিভিশনের আজিজুর রহমান রনি, চ্যানেল এস-এর কাজী মাহামুদ এবং দৈনিক প্রতিদিনের কাগজ-এর জেলা প্রতিনিধি সোহাগ সেন।
উপস্থিত ছিলেন বিএমএসইউ-এর যুগ্ম সাধারণ সম্পাদক ও আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. শিহাব উদ্দিন, দৈনিক ভোরের পাতা-এর জেলা প্রতিনিধি হেমন্ত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক হাজী কাবুল, সদস্য সচিব সোহাগ সিকদার, ক্রীড়া সম্পাদক এমডি নাঈম, দৈনিক দূরবীন-এর জেলা প্রতিনিধি সাকিব আল ফেরদৌস, দৈনিক পাঞ্জেরি-র জেলা প্রতিনিধি মামুন রানা, মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সাইফুল ইসলাম, বরকত মোল্লা, টুঙ্গিপাড়া শাখার সাধারণ সম্পাদক জসিম মুন্সী, আনোয়ার হোসেন রাজু, শাহাবুদ্দিন সুজা, মানিক শিকদার (দৈনিক দেশের কণ্ঠ),মানবাধিকার কর্মী সুজন সিকদার, রিকি, আবিরসহ অনেক সাংবাদিক।
বক্তারা জোর দিয়ে বলেন, “সত্য প্রকাশের কারণে সাংবাদিক হত্যার ঘটনা প্রমাণ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।” তারা দ্রুত খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
-মোঃ শিহাব উদ্দিন,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...