বিজ্ঞাপন
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য নগদ পুরস্কার ঘোষণা করতে যাচ্ছে সরকার। রোববার (১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “আমাদের যে অস্ত্রগুলো হারিয়ে গেছে, সেগুলো উদ্ধারের জন্য একটি সার্কুলার জারি করা হবে। সেই সঙ্গে তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করা হবে। পুরস্কারের পরিমাণ নির্ধারণে একটি কমিটি কাজ করছে এবং দুই-চার দিনের মধ্যেই বিষয়টি গণমাধ্যমে জানানো হবে।”
এসময় গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, “ঘটনায় জড়িতদের প্রায় সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।”
জাতীয় জীবনধারার অবক্ষয়ের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে পড়েছি, ধৈর্য হারিয়েছি। আগে বিপদে মানুষ প্রতিবাদ করত, প্রতিহত করত। এখন বিপদে কেউ এগিয়ে আসে না।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...