Logo Logo

১২ আগস্ট থেকে বাজারে মিলবে নীল রঙের নতুন নকশার ১০০ টাকার নোট

ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবনের ছবি নিয়ে আসছে নতুন ১০০ টাকার নোট


Splash Image

ভোরের বাণী গ্রাফিক্স

বাংলাদেশ ব্যাংক আগামী ১২ আগস্ট থেকে বাজারে ছাড়ছে নতুন নকশার ১০০ টাকার নোট। থাকছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি ও সুন্দরবনের দৃশ্য।


বিজ্ঞাপন


আগামীকাল মঙ্গলবার (১২ আগস্ট) থেকে দেশের বাজারে আসছে নতুন নকশার ১০০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত এই নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও সরবরাহ করা হবে।

রোববার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে নতুন সিরিজের সব মূল্যমানের নোট বাজারে ছাড়ার কার্যক্রম চলছে। ইতোমধ্যে নতুন নকশার ১০০০ টাকা, ৫০ টাকা ও ২০ টাকার নোট বাজারে এসেছে। এর ধারাবাহিকতায় এবার ১০০ টাকার নতুন নোট প্রচলনে আনা হচ্ছে।

নতুন নোটের আকার হবে ১৪০ মিলিমিটার × ৬২ মিলিমিটার। নোটের সামনের অংশে বামপাশে বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের ছবি ও মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি থাকবে। পেছনের অংশে থাকবে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের মনোরম দৃশ্য। জলছাপ হিসেবে দেখা যাবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, নিচে ‘১০০’ সংখ্যা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। নোটের মূল রঙ হবে নীল।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নকশার ১০০ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে। মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষভাবে নমুনা (স্পেসিমেন) নোটও ছাপানো হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। এসব নোট রাজধানীর মিরপুরে অবস্থিত মুদ্রা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...