ছবি: গোপালগঞ্জে ডিআইজি ঢাকা রেঞ্জের দিকনির্দেশনায় বিশেষ সভা
বিজ্ঞাপন
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ সোমবার (১১ আগস্ট ২০২৫) বিশেষ অপরাধ পর্যালোচনা সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক
সভায় জেলা পুলিশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি আইনশৃঙ্খলা বজায় রাখতে সততা ও মানবিকতার সমন্বয় সাধনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
পরে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয় বিশেষ কল্যাণ সভা। এখানে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও সদস্যরা সরাসরি তাদের সমস্যা তুলে ধরেন। উন্মুক্ত ও আন্তরিক পরিবেশে শুনানি শেষে ডিআইজি মহোদয় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), সকল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা
-মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...