বিজ্ঞাপন
সোমবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার কুট্টাপাড়া মোড়ের ভিক্টর ব্যাগ ফ্যাক্টরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শী থেকে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ইরফান পরিবহনের বাসটি উপজেলার কুট্টাপাড়া ভিক্টর ব্যাগ ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠান চিকিৎসা নিতে।
এই বিষয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনায় পড়ে থাকা বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে ও আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
প্রতিবেদক -উজ্জল মিয়া
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...