Logo Logo

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ড : ৫ দোকান পুড়ে ছাই


Splash Image

ভোলার লালমোহন পৌরসভার হাইস্কুল সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে— পলি শো কর্নার, রাইট চয়েজ ফ্যাশন, নাফি ফ্যাশন, ফ্যাশন গ্লারি ও নিউ রিফাত ফ্যাশন। এছাড়াও ওয়ান ফ্যাশন, হাদিস বস্ত্রালয় ও ইভা ফ্যাশনসহ কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যবসায়ীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন মুহূর্তেই এক দোকান থেকে আরেক দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে মিলিত হয়ে আগুন নেভানোর কাজে অংশ নেন।

লালমোহন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোহরাব হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

প্রতিবেদক - মোঃ রিয়াজ উদ্দিন, ভোলা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...