Logo Logo

গোপালগঞ্জে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী পালিত


Splash Image

গোপালগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টায় প্রেসক্লাব গোপালগঞ্জের হলরুমে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গোপালগঞ্জের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কাউন্সিলের উপদেষ্টা মুশফিকুর রহমান রেন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন এবং সঞ্চালনা করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গোপালগঞ্জের সদস্য সচিব ও গোপালগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মঞ্জুরুল আলম চৌধুরী।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গোপালগঞ্জের সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে অসহায় ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...