Logo Logo

শাপলা চত্বর হত্যাকাণ্ড: সাবেক ক্ষমতাসীনদের বিচারে অগ্রগতি

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ২১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১২ নভেম্বর


Splash Image

ছবি- সংগৃহীত

২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ২১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ নভেম্বর তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।


বিজ্ঞাপন


২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১২ নভেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

মঙ্গলবার (১২ আগস্ট) প্রসিকিউশনের সময় বৃদ্ধির আবেদনের পর বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত দেয়। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে গাজী এমএইচ তামিম উপস্থিত ছিলেন। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অপর প্রসিকিউটররা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার ২১ আসামির মধ্যে গ্রেফতারকৃত চার জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক এবং পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম।

হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে আজিজুল হক ইসলামাবাদী এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক এমপি হাজী সেলিম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ রাজনীতিবিদ, প্রাক্তন পুলিশ ও সেনা কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের কয়েকজনকে আসামি করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার মধ্য দিয়ে প্রায় ১৬ বছরের আওয়ামী লীগ শাসনের অবসান ঘটে। এর পর থেকে তাদের সময়ে সংঘটিত হত্যা, গণহত্যা, গুমসহ মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে আন্দোলন জোরদার হয়। বর্তমানে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব মামলার বিচার চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...