Logo Logo

পবিপ্রবি শিক্ষক ড. সাইফুলের সম্পর্কে সংবাদ প্রকাশে ইউট্যাবের প্রতিবাদ


Splash Image

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর নেতৃবৃন্দ সম্পর্কে বিভিন্ন নিউজ পোর্টালে সম্প্রতি কিছু সংবাদ প্রকাশিত হওয়ায় সংগঠনটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।


বিজ্ঞাপন


পবিপ্রবি শাখার পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব সংবাদের সত্যতা নাকচ করে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং পবিপ্রবি ইউনিটের সাংগঠনিক সম্পাদক ড. এম. সাইফুল ইসলাম সম্পর্কে বিভিন্ন পোর্টালে প্রকাশিত তথ্য উদ্দেশ্যপ্রণোদিত।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ড. এম. সাইফুল ইসলাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একজন পেশাজীবী হিসেবে রাজপথে ভূমিকা পালন করেছেন এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। দীর্ঘ দশ বছর চাকরিচ্যুত থেকে রাজপথে খেয়ে না খেয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

এছাড়া, উল্লেখ করা হয়েছে, তার মতো একজন শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সদস্যবৃন্দ চরম ভাবে ব্যথিত হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট পত্রিকা সমূহের প্রতিনিধিবৃন্দকে ইউট্যাবের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...