ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, “১১টি সংস্কার কমিশনের মধ্যে ১০টির আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ নিয়ে আজকে আবার বড় আলোচনা হয়েছে। গত সপ্তাহে আমরা জানিয়েছিলাম, ১২১টি সুপারিশ বাস্তবায়নাধীন। আজ জানানো হয়েছে, আরও ২৪৬টি অতি গুরুত্বপূর্ণ আশুকরণীয় রিফর্ম যুক্ত হয়েছে। এগুলোও বাস্তবায়নাধীন—যা ক্যাবিনেটকে অবহিত করা হয়েছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৭টি, এর মধ্যে ৩৭টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।”
তিনি আরও জানান, নতুন যুক্ত হওয়া ২৪৬ আশু সুপারিশের মধ্যে শ্রম বিভাগের রয়েছে ৮২টি। শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন জানিয়েছেন, এ সুপারিশগুলোর অনেকগুলো চূড়ান্ত পর্যায়ে রয়েছে, কিছু ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে।
এছাড়া নারী কমিশনের রয়েছে ৭১টি, স্থানীয় সরকার (এলজিআরডি) মন্ত্রণালয়ের ৩৭টি, স্বাস্থ্য খাতের ৩৩টি এবং তথ্য মন্ত্রণালয়ের ২৩টি আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ। সবমিলিয়ে ৩৭টি সুপারিশ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়েছে, আংশিক বাস্তবায়িত হয়েছে ১৪টি। বর্তমানে ৩১৬টি সুপারিশ বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...