বিজ্ঞাপন
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম কুমলাও আরেং, তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী।
পুলিশ ও ভুক্তভোগীর বরাতে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) দুপুরে কুমলাও আরেং ত্রিশাল বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান। এ সময় সিএনজি থেকে নামার পর হঠাৎ একদল দুর্বৃত্ত মুখে কাপড় চেপে তাকে অজ্ঞান করে ফেলে।
পরবর্তীতে দুর্বৃত্তরা তাকে একটি ভবনের নিচতলায় নিয়ে যায়। জ্ঞান ফেরার পর শিক্ষার্থীকে মারধর করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ভর্তি সংক্রান্ত খরচের কথা বলে পরিবারের কাছে টাকা চাইলে বিকাশের মাধ্যমে অর্থ পাঠানো হয়, যার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে কুমলাও আরেং বলেন, “বাজার করার সময় রাস্তার পাশে ডেকে নিয়ে যায়। হঠাৎ পিছন থেকে কয়েকজন এসে মুখে কাপড় চেপে ধরে গাড়িতে তুলে ফেলে। আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর আমাকে মারধর করে বাড়ি থেকে টাকা আনতে বলে। তখন খুব ভয় পেয়ে যাই, জানতাম না আদৌ জীবিত ফিরতে পারব কি না।”
এ ঘটনায় কুমলাও আরেং ত্রিশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
প্রতিবেদক - তাহমিদ হাসান রাব্বি, নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...