Logo Logo

গোপালগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে গোপালগঞ্জ শহরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৬ আগস্ট) সকালে শহরের কেন্দ্রীয় শ্রীশ্রী কালিমন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রায় বিভিন্ন মন্দির, হিন্দু ধর্মীয় সংগঠন ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অসংখ্য ভক্তরা অংশগ্রহণ করেন। হাতে শঙ্খ, ঢাক, কীর্তনের বাদ্যযন্ত্র ও নানা রঙের ব্যানার নিয়ে তারা শোভাযাত্রাকে উৎসবমুখর করে তোলেন। পুরো শহরজুড়ে সৃষ্টি হয় ধর্মীয় সম্প্রীতির এক মনোমুগ্ধকর পরিবেশ।

শোভাযাত্রা শেষে কালিমন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ আজও মানবজাতির জন্য অনুকরণীয়। সত্য, ন্যায়, দয়া ও করুণার বাণী বাস্তব জীবনে ধারণ করতে পারলেই সমাজ থেকে অন্যায়, অন্যায্যতা ও হানাহানি দূর হবে।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, জন্মাষ্টমী শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়; এটি ন্যায় ও সত্য প্রতিষ্ঠার প্রতীক। বাংলাদেশে সব ধর্ম-বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব পালন করছে, যা দেশের ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ।

উৎসবে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করে। মন্দিরগুলোতে ছিল কীর্তন, ভক্তিমূলক গান ও প্রসাদ বিতরণের আয়োজন। শহরজুড়ে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা।

প্রতিবেদক - প্রভাত বিশ্বাস, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...