বিজ্ঞাপন
স্থানীয়রা মিছিল, মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে তাদের সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। পরে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, এলাকার বিকল পাম্প মেরামতের কোনো উদ্যোগ না নেওয়ায় তারা বছরের পর বছর পানির অভাবে ভুগছেন। তারা জানান, নিয়মিত পৌরসভার বিল পরিশোধ করলেও সেবা পাচ্ছেন না। এই কারণে নদীর পানি ব্যবহার করতে হচ্ছে, যা নানা ধরনের পানিবাহিত রোগের ঝুঁকি বাড়াচ্ছে।
বিক্ষোভের মুখপাত্র ও ৯নং ওয়ার্ডের বাসিন্দা মুরাদ হোসেন বলেন, “নিয়মিত পৌর পানির বিল পরিশোধ করলেও বছরের পর বছর পাম্প বিকল থাকে কেন, তা আমাদের বোধগম্য নয়। আমরা দ্রুত এই সমস্যা সমাধান চাই।”
পৌর প্রশাসক কাওছার হোসেন বলেন, “পৌরসভার ৮ ও ৯নং ওয়ার্ডে চারটি পাম্প থেকে পানি সরবরাহ করা হতো। পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় দুটি পাম্পে পানি উঠছে না, আরেকটি পাম্প থেকে লবণাক্ত পানি ওঠায় সেটিও বন্ধ রাখতে হয়েছে। ফলে সংকট সৃষ্টি হয়েছে।”
তিনি আরও জানান, ঝালকাঠি পৌরসভা থেকে বিষয়টি ৭ জেলা পানি সরবরাহ প্রকল্প এবং ২৫ জেলা পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন শুরু হলে অচিরেই এই সংকট দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...