Logo Logo

নির্বাচন ফেব্রুয়ারিতেই, তারপর আমরা বিদায় নেব : আসিফ নজরুল


Splash Image

ছবি : সংগৃহীত।

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।


বিজ্ঞাপন


তিনি বলেন, নির্বাচন আয়োজনের দায়িত্ব সরকারের, কোনো রাজনৈতিক দলের নয়। এ বিষয়ে সরকার সম্পূর্ণভাবে দৃঢ়প্রতিজ্ঞ।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, “নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের যত ধাপ আছে সবকিছুই মাথায় রেখেছি। ফেব্রুয়ারিতেই নির্বাচন, এরপর আমরা চলে যাব।”

এক প্রশ্নে জবাবে তিনি আরও বলেন, “রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে। এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। বাংলাদেশে ট্র্যাডিশনালি এসব রাজনৈতিক কথাবার্তা হয়ে আসছে, এখনো হচ্ছে। এতে খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি। ফলে নির্বাচনের সময় কে কী বলবেন, এটাকে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন।”

তিনি জোর দিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে নির্বাচনে কোনো শিথিলতা নেই। “আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) সর্বজনস্বীকৃত একজন বিশ্বপর্যায়ের নন্দিত মানুষ। তিনি নিজে নির্বাচন নিয়ে ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণার পেছনে আসার কোনো চিন্তাই নেই।”

আইন উপদেষ্টার এ ঘোষণার মাধ্যমে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট হলো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...