বিজ্ঞাপন
গত মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় ঢাকার হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয় এ ঐতিহাসিক অনুষ্ঠান। এতে আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থীসহ অসংখ্য কুরআনপ্রেমী মুসলিম অংশগ্রহণ করেন। এ উপলক্ষ্যে মাদারীপুর এবং বৃহত্তর ফরিদপুরসহ সারা দক্ষিণবঙ্গের ধর্মপ্রাণ মানুষ আনন্দ প্রকাশ করেন এবং নবনির্বাচিত সদস্যকে অভিনন্দন জানান।
হাফেজ ক্বারী মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে কুরআনের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার প্রতিষ্ঠিত মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসা বর্তমানে কোরআন শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে একটি অগ্রসরমান প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত।
স্থানীয়রা জানান, দক্ষিণবঙ্গের হাফেজদের “তাজ” হিসেবে পরিচিত এ গুণী আলেমের নির্বাচিত হওয়া নিঃসন্দেহে যুগান্তকারী পদক্ষেপ। তারা বিশ্বাস করেন, এ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সারা দেশের কুরআনপ্রেমী জনগোষ্ঠীর জন্য কার্যকর ভূমিকা পালন করবেন।
স্থানীয় আলেম সমাজ এক প্রতিক্রিয়ায় বলেন—
“ক্বারী সাহেবের নেতৃত্বে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আরও গতিশীল হবে। দেশের হাফেজদের কল্যাণে নতুন নতুন উদ্যোগ বাস্তবায়িত হবে এবং সমাজে কোরআনের আলো আরও বিস্তৃত হবে।”
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া করে বলা হয় “আল্লাহ তা'য়ালা প্রিয় শায়েখের হায়াতে বরকত দান করুন, সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন এবং কোরআনের খেদমতে আরও অগ্রসর হওয়ার তৌফিক দিন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...