বিজ্ঞাপন
লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে আয়োজিত এই সভায় বক্তারা দক্ষতা অর্জন ও বৈধ পথে বিদেশ গমনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দক্ষ জনশক্তিই দেশের সবচেয়ে বড় সম্পদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু সালেহ মো: মুসা। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: ইসরাইল হোসেন। সভার সভাপতিত্ব করেন টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মো: আইনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু সালেহ মো: মুসা বলেন, “আধুনিক প্রযুক্তিগত জ্ঞান, কারিগরি প্রশিক্ষণ এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে দক্ষ কর্মী তৈরি করা গেলে বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি পাবে। দক্ষ জনশক্তি শুধু ব্যক্তিগত জীবন নয়, দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করবে।”
সভাপতির বক্তব্যে প্রকৌশলী মো: আইনুল হক বলেন, “টিটিসি দক্ষ জনশক্তি তৈরির জন্য নিরলসভাবে কাজ করছে। এখানকার প্রতিটি প্রশিক্ষণার্থী যেন বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, সেটিই আমাদের লক্ষ্য।”
সভায় স্থানীয় গণমাধ্যম কর্মী, বিএমইটি’র আওতাভুক্ত টিটিসির শিক্ষক-কর্মকর্তা ও মালয়েশিয়াগামী প্রায় ৬০ জন প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
-জিল্লুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...