Logo Logo

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সব রাজনৈতিক দলের আবেদন


Splash Image

ছবি : চ্যাটজিপিটি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য রিভিউ শুনানি দ্রুত করতে সব রাজনৈতিক দল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে। আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে ২৬ আগস্ট। বৃহস্পতিবার সকালে এ আবেদন করে রাজনৈতিক দলগুলো।


বিজ্ঞাপন


২০০৮ সালে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন জিতে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। কিন্তু ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।

এরপর আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রতিটি নির্বাচনই কঠোর সমালোচনা হয়েছে। রাতের ভোট ‘একতরফা’ হিসেবে আখ্যায়িত হয়েছে।

এর আগে ৩ জুলাই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেছে এবং এই ব্যাপারে সুনির্দিষ্ট ঐকমত্য আছে।

আলী রীয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সুনির্দিষ্ট ঐকমত্য তৈরি হয়েছে। বৈঠকে এর গঠন ও কাঠামো এবং এখতিয়ার নিয়েও আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...