বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আমতলী সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ইমরান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইজামামুল হক আবিদসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে রাব্বানীর ওপর হামলা চালায়। এ সময় তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
আহত গোলাম রাব্বানী জানান, সেদিন তিনি ছাত্রদল আমতলী সরকারি কলেজ শাখার সিনিয়র সহসভাপতি সজল মৃধাকে নিয়ে স্নাতক শ্রেণির ভর্তির কাগজপত্র জমা দিতে কলেজে গিয়েছিলেন। কলেজ থেকে ফেরার পথে ইমরান ও আবিদ তাকে আটকিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...