Logo Logo

কুমিল্লায় প্রাইভেটকারের ওপর কভার্ডভ্যান, নিহত ৪


Splash Image

ছবি : সংগৃহিত

কুমিল্লায় একটি চলন্ত প্রাইভেটকারের ওপর উল্টে পড়েছে কভার্ডভ্যান। এ ঘটনায় প্রাইভেটকারটির চার যাত্রী নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


শুক্রবার (২২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার ইউলুপের কাছে প্রাইভেটকারটির ওপর উল্টে পড়ে কভার্ডভ্যানটি। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চার যাত্রী নিহত হন। তাদের মধ্যে একজন নারী আছেন। তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...