বিজ্ঞাপন
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনের তারিখ ১৯ আগস্ট হলেও বিষয়টি বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রকাশ্যে আসে।
এ বিষয়ে ইউএনও রুয়েল সাংমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সরকারি মোবাইল নম্বরে ফোন রিসিভ হয়নি। তবে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মোতাহার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “গত বুধবার বদলির কাগজ হাতে পেয়েছি। তবে ইউএনও স্যার এখনো আটপাড়াতেই অবস্থান করছেন।”
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে ভিজিএফের চাল বিতরণের সময় বিশৃঙ্খলার সৃষ্টি হলে ইউএনও রুয়েল সাংমা স্থানীয় এক কিশোর দুর্জয়কে লাঠি দিয়ে পেটান। গত ১০ আগস্ট ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...