বিজ্ঞাপন
সভায় উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ওরফে ভিপি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নেতা-কর্মীদের উদ্দেশে বাবর বলেন, দলকে ভালোবাসেন যাঁরা, তাঁদের অবশ্যই কেন্দ্রের নির্দেশনা মেনে চলতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন—একটি কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে। এজন্য বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকা ছাড়া বিকল্প নেই। আগামী দিনের কঠিন পথ পাড়ি দিতে হলে সবার আগে নিজেদের সঠিক পথে থাকতে হবে। অন্যায় কাজ কেউ করবে না, কাউকে করতে দেওয়া হবে না। কেউ করলে জানিয়ে দিতে হবে। এরপরও কেউ অন্যায় করলে তাঁকে ছাড় দেওয়া হবে না।
বিএনপির এই নেতা বলেন, দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবার। আওয়ামী সরকারের নির্যাতনে তাঁর এক ছেলে মৃত্যুবরণ করেছেন, আরেক ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো প্রবাসে আছেন।
নিজের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বাবর বলেন, আওয়ামী সরকার মিথ্যা মামলায় তাঁকে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন সাজা দিয়েছিল। কিন্তু নেতা-কর্মীদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে তিনি আজ মুক্ত হয়ে এসেছেন। প্রায় ১৮ বছর ধরে আন্দোলনের মধ্যে তিনি টিকে আছেন। সেই আন্দোলনের রূপকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার রাতে মতবিনিময় সভায় যোগ দেওয়ার পর শুক্রবার সকালে মোহনগঞ্জের বিভিন্ন এলাকায় পথসভা করেন এবং পরে খালিয়াজুরীতে যান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...