ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (আরপিএটিসি) হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, “দেশের ক্রান্তি লগ্নে আমি দায়িত্ব নিয়েছি। এই নির্বাচনের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে—গণতন্ত্রের পথে নাকি অন্য পথে। তাই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দ্বারা প্রভাবিত হব না, রাজনৈতিক বিতর্কেও যেতে চাই না। সরকারের দায়িত্ব নির্বাচন আয়োজন করা, আর আমাদের কাজ সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা।”
নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা তুলে ধরে নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। ভোটার তালিকা হালনাগাদে ৭৭ হাজারের বেশি কর্মী মাঠপর্যায়ে কাজ করেছে। মৃত ভোটারদের বাদ দেওয়ার পাশাপাশি নতুন যোগ্য ভোটার যুক্ত করা হয়েছে। ফাইনাল তালিকা প্রকাশের আগে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্ক প্রসঙ্গে সিইসি বলেন, আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের কোনো সুযোগ সংবিধানে নেই। সংবিধানের বাইরে কমিশন যেতে পারবে না। তবে আইন পরিবর্তন হলে তা কার্যকর করা সম্ভব।
তিনি জানান, সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারি চাপ প্রসঙ্গে প্রশ্নের জবাবে সিইসি বলেন, “সরকার আমাকে কোনো চাপ দেয়নি। যদি চাপ দেয়, তবে আমি পদত্যাগ করব, চেয়ারে বসে থাকব না।”
আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, দলটির বিচার প্রক্রিয়া চলমান থাকায় আপাতত তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারছে না। বিচার শেষে নির্বাচন অংশগ্রহণের বিষয়টি নির্ধারিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...