Logo Logo

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কার্যকর হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা


Splash Image

ছবি : সংগৃহীত।

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


বিজ্ঞাপন


তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, “শুধু নির্বাচন উপলক্ষ্যে নয়, দেশের অন্য সময়ও যেন কোনো ধরনের অস্ত্র ঢুকতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আজকেও অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র উদ্ধার একটি চলমান প্রক্রিয়া। প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে। নির্বাচনের আগে আমরা আশা করছি প্রায় সব অস্ত্র উদ্ধার করতে সক্ষম হবো।”

আগামী নির্বাচন ঘিরে বিদেশ থেকে অস্ত্র ঢোকার প্রবণতা ঠেকাতে করণীয় প্রসঙ্গে তিনি বলেন, “অস্ত্র উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। শুধু নির্বাচনের সময় নয়, অন্য সময়ও যেন অস্ত্র দেশে ঢুকতে না পারে সে বিষয়ে নজরদারি থাকবে।”

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যেভাবে নেওয়া দরকার আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ চাইলে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। প্রধান উপদেষ্টা যে তারিখ নির্ধারণ করেছেন, সে অনুযায়ী নির্বাচন আয়োজনে আমরা সম্পূর্ণ প্রস্তুত।”

ফেসবুকে প্রচারিত বিভ্রান্তিমূলক তথ্য এবং আওয়ামী লীগ নির্বাচন বর্জনের সম্ভাবনার প্রসঙ্গে তিনি বলেন, “এখন দেশ স্বাধীন। আগে অনেক কিছু প্রকাশ করতে পারতেন না, এখন সবাই মতামত প্রকাশ করতে পারেন। জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যখন জনগণ ও রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হবে, তখন এসব প্রোপাগান্ডা কোনো কাজে আসবে না। জনগণই আমাদের মূল শক্তি।”

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। সীমান্ত এলাকায় বসবাসরত জনগণও অত্যন্ত সচেতন। তারা দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...