বিজ্ঞাপন
রোববার (২৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে তিনি পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
তৌহিদ হোসেন বলেন, “আপনারা নিশ্চয়ই প্রত্যাশা করেন না যে ৫৪ বছরের সমস্যা আজকের এক দিনের মিটিংয়ে সমাধান হয়ে যাবে। প্রায় ১২ থেকে ১৩ বছর পর এ রকম একটি পূর্ণাঙ্গ বৈঠক হলো। এর আগে হিনা রব্বানি ঢাকায় এসেছিলেন কেবল দাওয়াত দেওয়ার জন্য, সেটি দ্বিপাক্ষিক সফর ছিল না। তাই এক ঘণ্টার বৈঠকে সব সমাধান সম্ভব নয়। তবে আমরা নিজেদের অবস্থান তুলে ধরেছি।”
তিনি আরও বলেন, “আমি নিশ্চয়তা দিতে পারি, অন্তত একটি বিষয়ে আলোচনা হয়েছে, যেটিকে খানিকটা অগ্রগতি হিসেবে ধরা যেতে পারে। আমরা তিনটি বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছি। আর দুই পক্ষ সম্মত হয়েছে—দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে হলে অমীমাংসিত ইস্যুগুলো এক সময়ের মধ্যে সমাধান করতে হবে।”
পররাষ্ট্র উপদেষ্টা জানান, উভয় দেশ চেষ্টা করবে যাতে আলোচনার মাধ্যমে ধাপে ধাপে এসব সমস্যা সমাধান করা যায় এবং ভবিষ্যতে এগুলো যেন অগ্রগতির পথে বাধা হয়ে না দাঁড়ায়।
বৈঠক শেষে বাংলাদেশ ও পাকিস্তান একটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে।
চুক্তি: দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ চুক্তি।
সমঝোতা স্মারকসমূহ:
১. দুই দেশের মধ্যে বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন
২. সংস্কৃতি বিনিময় কর্মসূচি
৩. বাংলাদেশ ও পাকিস্তানের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা
৪. রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা (বাসস ও এপিপিসি)
৫. বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদ (আইএসএসআই)-এর মধ্যে সহযোগিতা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “দুই পক্ষই সম্মত হয়েছে যে সম্পর্ক স্বাভাবিক ও গতিশীল রাখতে হলে অতীতের জটিলতাগুলো ধাপে ধাপে সমাধান করতে হবে। আমরা এ নিয়ে আলোচনায় অগ্রসর হব।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...