Logo Logo

ক্রুস্কে ইউক্রেনের ড্রোন হামলায় রুশ পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আগুন


Splash Image

ছবি : সংগৃহীত।

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী রুশ প্রদেশ ক্রুস্কের একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার গভীর রাতে এ হামলা হয়। বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হামলার পরপরই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুনে কেন্দ্রটির একটি গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার ধ্বংস হয়ে যাওয়ায় প্রায় অর্ধেক অংশ অচল হয়ে গেছে এবং বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্ধেকে নেমে এসেছে।

তবে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ছাড়া অন্য কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল ইউক্রেন একযোগে রাশিয়ার ১৩টি প্রদেশ লক্ষ্য করে শতাধিক বিস্ফোরকবাহী ‘কামিকাজি ড্রোন’ নিক্ষেপ করে। এর মধ্যে ৯৫টি ড্রোন রুশ প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে। শুধু ক্রুস্ক অঞ্চলে ধ্বংস করা হয়েছে ১০টি ড্রোন।

প্রসঙ্গত, গত সাড়ে তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেন বরাবরই রাশিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও কৌশলগত স্থাপনাগুলোকে প্রধান লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করে আসছে। চলতি আগস্টের শুরুর দিকে রাশিয়ার সরকারি তেল পরিশোধন কোম্পানি সিজরানের একটি কারখানাতেও হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...