Logo Logo

ছেলে শহীদ হওয়ার বছর ঘুরতেই বাবার মৃত্যু


Splash Image

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বাবা জিয়াউল হক মারা গেছেন। রোববার (২৪ আগস্ট) সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


বিজ্ঞাপন


এদিন সকাল ১১টায় সিএমএইচে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইলে ধনবাড়ীতে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হবে।

শহীদ সাজিদের বাবা জিয়াউল হক বেশকিছুদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত ৩ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। এরপর ১৩ আগস্ট তার অস্ত্রোপাচার করা হয়।

তারপর থেকে হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ছিলেন তিনি। আজ সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জিয়াউল হক চাকরিজীবনে বাংলাদেশ বিমান বাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার পদে কর্মরত ছিলেন।

শহীদ সাজিদের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। রোববার জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এমবিএর শিক্ষার্থী ছিলেন।

প্রতিবেদক - আলআমিন হুসাইন, জবি প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...