Logo Logo

রাকসুর নতুন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম


Splash Image

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এফ নজরুল ইসলাম।


বিজ্ঞাপন


শনিবার (২৩ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব প্রদান করেন।

অধ্যাপক এফ নজরুল ইসলাম এর আগে থেকেই রাকসু নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রধান নির্বাচন কমিশনার পদে তার নিয়োগের ফলে শূন্য হওয়া কমিশনার পদে নতুন কমিশনার করা হয়েছে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হককে।

এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)-এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্ব সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন—

“আমাদের মূল লক্ষ্য হবে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। রাকসুর নির্বাচন দীর্ঘদিনের প্রত্যাশা। আমরা চাই, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা অনুযায়ী এ নির্বাচন সফলভাবে সম্পন্ন হোক।”

উল্লেখ্য, এর আগে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আইন বিভাগের অধ্যাপক মো. আমজাদ হোসেন। তিনি গত ২০ আগস্ট বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় কমিশনারের পদ থেকে সরে দাঁড়ান। ফলে এই পদটি শূন্য হয়ে যায় এবং নতুন নিয়োগ দেওয়া হয়।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল রাকসু নির্বাচন আয়োজন। নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নির্বাচন কার্যক্রম আরও গতি পাবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা।

প্রতিবেদক - মো তৌহিদুজ্জামান নাঈম, ক্যাম্পাস প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...