Logo Logo

গোপালগঞ্জে ভেটেরিনারি হাসপাতালের অবহেলায় পোষ্য বাজ পাখির মৃত্যু, মালিকের ক্ষোভ


Splash Image

গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে একটি পোষ্য বাজ পাখির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৩ আগস্ট) এ ঘটনাটি ঘটেছে।


বিজ্ঞাপন


আরামবাগের বাসিন্দা মোঃ সোহান মোল্লা জানান, তার পোষ্য বাজ পাখি ‘ভুবন চিল’ অসুস্থ হয়ে পড়লে তিনি গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের পরিচালক ডা. গোবিন্দ সরদার পাখিটিকে দেখে একটি প্রেসক্রিপশন দেন। তবে ওই ওষুধ সেবনের মাত্র পাঁচ মিনিটের মধ্যে পাখিটির বমি শুরু হয়।

পাখিটির মালিক সোহান মোল্লা পুনরায় ডা. গোবিন্দ সরদারের কাছে গেলে তিনি জানান, এ বিষয়ে তিনি বিশেষজ্ঞ নন। পরবর্তীতে তিনি পাখির মালিক সোহান মোল্লাকে একেক বার একেক জায়গায় পাঠিয়ে সময় ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে সোহান মোল্লার বিশেষ অনুরোধে ডা. গোবিন্দ সরদার এক বিশেষজ্ঞ চিকিৎসকের বাসার ঠিকানা দেন। কিন্তু সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি। পুনরায় হাসপাতালে ফিরে আসলে, ডা. গোবিন্দ সরদার বিশেষজ্ঞ চিকিৎসককে ফোন করে হাসপাতালে ডেকে আনেন। তবে তিনি হাসপাতালে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় নেন। বিশেষজ্ঞ চিকিৎসক আসার মাত্র দুই মিনিট আগেই বাজ পাখিটি মারা যায়।

মালিক অভিযোগ করে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই তার প্রিয় পাখির মৃত্যু হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, “তাদের ভুল চিকিৎসা ও অবহেলায় আমার পাখির মৃত্যু হলো, এর কি কোনো প্রতিকার নেই? নাকি পাখির জীবনের কোনো মূল্যই নেই?”

এ বিষয়ে জানতে চাইলে ডা. গোবিন্দ সরদার পাখির মালিককে বলেন, “তোমার যা কিছু করতে পারো, এতে আমার কিছু যায় আসে না।”

ঘটনার পর সোহান মোল্লা গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, এ ঘটনায় প্রাণিসম্পদ হাসপাতালের সেবার মান ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...