ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে।”
এলাকাবাসী জানান, দুর্ঘটনাস্থলেই ইজিবাইক চালক মুজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগীয় উপ-পরিচালক মতিয়ার রহমান জানান, ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...