বিজ্ঞাপন
রবিবার (২৪ আগস্ট) রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগাড় এলাকার চারআলী বাজারে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত আশিক মাহমুদ কালাকুমা বৈশাখী বাজার এলাকার বাসিন্দা ফারুক মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চারআলী বাজারে চান মিয়া ডেন্টাল কেয়ারের সামনে থেকে আশিক মাহমুদকে আটক করা হয়। পরে দেহ তল্লাশিতে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সক্রিয় সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৩ হাজার ৫০০ টাকা।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্যসহ নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...