Logo Logo

নলছিটিতে রাতের আঁধারে বিরোধীয় জমিতে ঘর তুলতে গিয়ে পুলিশের বাধা


Splash Image

ঝালকাঠির নলছিটিতে আদালতে বিচারাধীন জমিতে রাতের আঁধারে ঘর তুলতে গিয়ে পুলিশের বাধায় ব্যর্থ হয়েছে স্থানীয় একটি চক্র। ভুক্তভোগী পরিবার বলছে, ভূমিদস্যুরা ভুয়া কাগজপত্র দেখিয়ে জমি দখলের চেষ্টা করছে।


বিজ্ঞাপন


ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশ ইউনিয়নের রুপচন্দ্রপুর গ্রামে আদালতে বিচারাধীন একটি বিরোধীয় জমি দখলের উদ্দেশ্যে রাতের আঁধারে ঘর তোলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে স্থানীয় একটি চক্র জমিতে পাকা ঘর তুলতে গেলে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয় এবং ঘরে তালা ঝুলিয়ে দেয়।

পরবর্তীতে আদালতকে বিষয়টি অবহিত করলে উকিল কমিশন গঠন করা হয়। সোমবার বিকেলে কমিশন ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের বক্তব্য ও স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ করেন।

ভুক্তভোগী পরিবার জানায়, চাকরিসূত্রে ঢাকায় বসবাস করায় দীর্ঘদিন ধরে মো. সোলায়মান হাং ও তার ভাই মো. আলী হোসেনের পৈত্রিক ভিটা খালি পড়ে ছিল। এই সুযোগে রহিম, শের আলী, মাসুম ও রমজানসহ কয়েকজন ভূমিদস্যু দখলের চেষ্টা চালায়। ২০২১ সালে শের আলী জমিটির ৯২ শতাংশ মালিকানা দাবি করে আদালতে মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

ভুক্তভোগীরা দাবি করেন, জমির আরএস ও এসএ রেকর্ড তাদের নামে রয়েছে এবং জমিতে হাজারো কাঠগাছও আছে। তারা অভিযোগ করেন, প্রতিপক্ষ ভুয়া কাগজপত্র দেখিয়ে আদালত থেকে একতরফা ডিক্রি নেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করে দখলের চেষ্টা চালাচ্ছে।

অভিযুক্ত শের আলী অবশ্য দাবি করেন, “জমিতে আমাদের অধিকার আছে। প্রতিপক্ষ বারবার সময় নিচ্ছে। সাত বছর ধরে আমরা ঘুরছি, তাই ঘর তুলেছি। জোরপূর্বক কিছু করা হয়নি।”

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে জমি বিরোধের সমাধান করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...