Logo Logo

৪৫ বছর চার্চে পাদ্রি থাকার পর ইসলাম গ্রহণ করলেন গুল্ড ডেভিড, নতুন নাম আব্দুর রহমান


Splash Image

সংগৃহীত

অস্ট্রেলিয়ার চার্চে ৪৫ বছর পাদ্রি থাকার পর ইসলাম গ্রহণ করেছেন গুল্ড ডেভিড। কুরআন অধ্যয়নের মাধ্যমে তিনি ইসলামকে আল্লাহর বাণী হিসেবে উপলব্ধি করে নতুন নাম নিয়েছেন আব্দুর রহমান।


বিজ্ঞাপন


অস্ট্রেলিয়ায় দীর্ঘ ৪৫ বছর চার্চের পাদ্রি হিসেবে দায়িত্ব পালন করার পর ইসলাম গ্রহণ করেছেন গুল্ড ডেভিড। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নতুন নাম রেখেছেন আব্দুর রহমান।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে তিনি ইসলাম গ্রহণের অভিজ্ঞতা শেয়ার করেন। জানান, ভগ্নিপতির শেষকৃত্যে যোগ দিতে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহরে গেলে কৌতূহলবশত একটি মসজিদে প্রবেশ করেন। সেখানেই ইমাম তাকে একটি কুরআন উপহার দেন।

কুরআন হাতে পেয়ে তিনি ইসলাম নিয়ে গবেষণা শুরু করেন। অধ্যয়নের এক পর্যায়ে নিজের বিশ্বাস নিয়ে দ্বিধায় পড়েন এবং আল্লাহর কাছে সত্যের দিশা চান। ধীরে ধীরে উপলব্ধি করেন, জ্ঞানতাত্ত্বিক ও আধ্যাত্মিক প্রতিটি দিক থেকেই কুরআন নিশ্চিতভাবে আল্লাহর বাণী।

আব্দুর রহমান জানান, “আলহামদুলিল্লাহ, আমি পার্থের সেই মসজিদের ইমামের সঙ্গে যোগাযোগ করি এবং ফোনে শাহাদাহ পাঠ করি।”

বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই অভিজ্ঞতা আলোড়ন তুলেছে। অনেকেই এটিকে ইসলামের প্রতি মানুষের স্বাভাবিক আকর্ষণের প্রমাণ হিসেবে উল্লেখ করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...