Logo Logo

কোম্পানীগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই


Splash Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক অটোরিকশাচালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের নুর ইসলাম মিয়ার বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত রফিকুল ইসলাম (৫৫) কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ফজল হক মিয়ার বাড়ির আক্কেল আলীর ছেলে।

নিহতের মেয়ে মৌসুমী বেগমের বান্ধবী পাকিজা আক্তার জানান, প্রায় দুই-তিন মাস আগে রফিকুল ইসলাম একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনেছিলেন। সোমবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে অটোরিকশা নিয়ে বের হন তিনি। রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা একাধিকবার তার মুঠোফোনে কল দিলেও সেটি বন্ধ পান। মঙ্গলবার সকালে স্থানীয়রা সুবর্ণচরের নুর ইসলাম মিয়ার বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

মরদেহের গলায় দড়ির দাগসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়েছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে হচ্ছে। মরদেহের গলায় দড়ি পেঁছানো দাগ, বাম হাতের আঙুল থেতলানো এবং পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া মুখ ও নাক-মুখে কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...