Logo Logo

জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিতার্কিক সন্ধির রাকসুতে পদার্পণ


Splash Image

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে কেন্দ্রীয় বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিতার্কিক আশরাফুল ইসলাম সন্ধি।


বিজ্ঞাপন


সন্ধি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশন (রুডো)-এর প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি সম্প্রতি ১২তম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া গত বছর বঙ্গীয় বিতর্ক প্রতিযোগিতায়ও তার দল চ্যাম্পিয়ন হয়েছিল। শুধু দলগত নয়, ব্যক্তিগত অর্জনেও তিনি সমানভাবে উজ্জ্বল। রোকেয়া ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন আসরে তার ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার।

রাকসুর বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে মনোনয়নপত্র উত্তোলনকারী প্রথম প্রার্থী হিসেবে আলোচনায় আসা সন্ধি শিক্ষাঙ্গনে বিতর্কের পাশাপাশি সাংস্কৃতিক ও সাহিত্য চর্চায়ও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

প্রতিবেদক- মোঃ তৌহিদুজ্জামান নাঈম, ক্যাম্পাস প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...