বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে আটকা পড়া নৌবাহিনীর গাড়িগুলো ভুল পাশে অগ্রসর হওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা বাধা দেন। এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নৌবাহিনীর সদস্যদের বিরুদ্ধে শিক্ষার্থীদের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে। এমনকি এক শিক্ষার্থীর বুকে বন্দুক তাক করার অভিযোগও পাওয়া গেছে।
উত্তেজনার মধ্যে বিক্ষুব্ধ কিছু শিক্ষার্থী নৌবাহিনীর একটি বাস লক্ষ্য করে জুতা ও ঢিল ছোড়ে। এতে বাসটির জানালার কাচ ভেঙে যায়। পরে শিক্ষার্থীরা নৌবাহিনীর তিনটি গাড়ি ক্যাম্পাসে নিয়ে আসে।
অভিযুক্ত ঘটনার শিকার ববি শিক্ষার্থী মোশারফ বলেন, “আমরা জনদুর্ভোগ চাই না। তবে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে যারা হামলা করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থামাবো না।”
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে নৌবাহিনীর পক্ষ থেকে ভুল স্বীকার করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়। শাস্তি নিশ্চিতের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা আটককৃত নৌবাহিনীর বাস ছেড়ে দেয়।
প্রতিবেদক- মোঃ আশিকুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...