Logo Logo

নালিতাবাড়ীতে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের পরিদর্শন


Splash Image

শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান নালিতাবাড়ী উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় উপজেলা পরিষদ গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি ও অনুদান চেক বিতরণ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


শেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান মঙ্গলবার (২৬ আগস্ট) নালিতাবাড়ী উপজেলা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, গোজাকুড়া দাখিল মাদরাসা, খরখরিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘবেড়-কলসপাড় ইউনিয়ন ভূমি অফিস, মরিচপুরাণ ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এসময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদ গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক। পাশাপাশি ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...