Logo Logo

জাতীয় স্বর্ণপদক জয়, পাইকগাছায় বীরের সম্মান পাচ্ছেন চিংড়ি চাষী


Splash Image

খুলনার পাইকগাছার সফল চিংড়ি চাষী গোলাম কিবরিয়া রিপন জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পাওয়ায় এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


খুলনা জেলার পাইকগাছায় জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জনকারী সফল চিংড়ি চাষী গোলাম কিবরিয়া রিপনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে পাইকগাছা উপজেলার প্রবেশদ্বার কাশিমনগর এলাকা থেকে শত শত মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে পৌরসভা চত্বরে এসে শেষ হয়। সেখানে উপস্থিত চিংড়ি চাষী সমিতি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন গোলাম কিবরিয়া রিপনকে।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে গত ১৮ আগস্ট ঢাকায় মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের কাছ থেকে স্বর্ণপদক ও সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক জি এম মিজানুর রহমান মিজান।

এ সময় বক্তব্য রাখেন ষোলআনা সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, মোর্তজা জামান আলমগীর রুলু, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, বেনজির আহম্মেদ লাল, অমরেশ কুমার মন্ডল, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, আজু মোল্লা প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত সফল চিংড়ি চাষী গোলাম কিবরিয়া রিপন।

-পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আসাদ ইসলাম

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...