Logo Logo

পরিবেশ রক্ষায় ছাত্রদলের অনন্য উদ্যোগ, রাজাপুরে বৃক্ষরোপণ


Splash Image

ঝালকাঠির রাজাপুরে ছাত্রদলের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের হাতে ঔষধি গাছও উপহার দেওয়া হয়।


বিজ্ঞাপন


ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ঔষধি ও ফলজ গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা খাতুন, সহকারী শিক্ষক জাকির হোসেন, সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন সজীব, সহ-সভাপতি অপু, সহ-সাধারণ সম্পাদক জহুরুল হক, অর্থ সম্পাদক জাহিদুল হক জাহিদ, ওয়ার্ড ছাত্রদলের সলেমান, আহাদুল, মোস্তাকিক, রেদোয়ান, কায়েফ, সিয়াম, নেসারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন সজীব শিক্ষার্থীদের হাতে ঔষধি গাছ উপহার দেন। তিনি বলেন,

“পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুস্থ প্রজন্ম গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ছাত্রসমাজকে পরিবেশবান্ধব কাজে যুক্ত করতে আমরা প্রতিবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে আসছি। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে। আয়োজকদের মতে, এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৃতিকে ভালোবাসতে শিখবে এবং পরিবেশ রক্ষায় আরও সচেতন হয়ে উঠবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...