Logo Logo

‘রক্তের দাগ মুছবো না’— শাহবাগ হামলার প্রতিবাদে হাবিপ্রবি শিক্ষার্থীদের হুঁশিয়ারি


Splash Image

রাজধানীর শাহবাগে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।


বিজ্ঞাপন


রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা রংপুর–দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন।

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি শুরু করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবুল কাশেম (ECE-21) তার বক্তব্যে বলেন—

“আমরা আজ এখানে দাঁড়িয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও কোনো প্রতিক্রিয়া পাইনি। আজকের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানাই। আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়ব।”

এছাড়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আখতারুজ্জামান স্মরণ (EEE-22) বলেন—

২৪ পরবর্তী বাংলাদেশে আর কোনো কোটা থাকতে পারবে না।
শাহবাগে আমাদের ভাইদের ওপর হামলার নিন্দা জানাই। প্রতিটি রক্তবিন্দুর জবাব আমরা নেব। কোটা প্রথা বিলোপ না হওয়া পর্যন্ত কঠোর কর্মসূচি চালিয়ে যেতে বাধ্য হব।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের তিন দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনে নামতে তারা বাধ্য হবেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি

১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার করা যাবে না।

২. কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না।

৩. দশম গ্রেডের চাকরিতে কেবল স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।

-মোঃ আওলাদ হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...