বিজ্ঞাপন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এন. এম. গোলাম জাকারিয়ার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত স্নাতক পর্যায়ের সব পরীক্ষা স্থগিত থাকবে। পরবর্তীতে একাডেমিক কাউন্সিলের আলোচনার মাধ্যমে নতুন তারিখ ঘোষণা করা হবে।
এর আগে চলমান আন্দোলনের অংশ হিসেবে বুয়েটসহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। বুধবার তারা দাবি আদায়ের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে যাত্রা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। পরে লাঠিপেটার ঘটনায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনার পর আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি তিন দফা থেকে বাড়িয়ে পাঁচ দফায় উন্নীত করেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার পূর্ণ শাটডাউন কার্যকর রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...