Logo Logo

প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় হাবিপ্রবি উপাচার্যের প্রতিবাদ ও নিন্দা


Splash Image

গতাল ২৭ আগস্ট রাজধানী ঢাকায় তিন দফা দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, “শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের অনভিপ্রেত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাই।”

তিনি আরও বলেন, “হাবিপ্রবি চলমান প্রকৌশলীদের অধিকার আন্দোলনের দাবি সমূহকে যৌক্তিক মনে করে এবং ন্যায্যতার ভিত্তিতে উক্ত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানাই।”

উল্লেখ্য, বুয়েটসহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—নবম গ্রেডে শুধুমাত্র বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রিধারীদের নিয়োগ, দশম গ্রেডে সকল ডিগ্রিধারীদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা, এবং কোটা ভিত্তিক পদোন্নতির অবসান।

এই ঘটনার পর দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি ও ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...