বিজ্ঞাপন
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলামের পরিবার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মোঃ রফিকুল ইসলাম (পিতা মৃত শহীদ আলী) দীর্ঘদিন ধরে নিজের জমিতে ফলদ গাছ ও সবজি চাষ করে আসছিলেন। কিন্তু একই এলাকার মিঠুল মিয়া, মুরাদ মিয়া, মিনা বেগম, সেলিম মিয়া, সাইফুল ইসলাম ও আলম মিয়া জোরপূর্বক তার জমি দখলের চেষ্টা চালায়। এসময় তারা রফিকুলের জমিতে থাকা গাছপালা নষ্ট করে ফেলে।
এ ঘটনায় বাধা দিতে গেলে রফিকুলের স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনার সময় রফিকুল শ্রমিকের কাজে বাইরে ছিলেন, বড় ছেলে অটো চালক এবং ছোট ছেলে স্থানীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র হওয়ায় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। পরে রফিকুল বাড়িতে ফিরে স্ত্রীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যান। সেখান থেকে পুলিশ তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে এবং অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করে, প্রভাবশালী ওই চক্র ঘটনাটি আড়াল করতে উল্টো রফিকুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। এমনকি তদন্ত ছাড়াই এসআই জাকারিয়া তাদের গ্রেপ্তারের হুমকি দেন। পরিবারের দাবি, স্থানীয় প্রভাবশালী মহলের সঙ্গে যোগসাজশ করে পুলিশ বারবার তাদের ভয়ভীতি প্রদর্শন করছে।
এলাকাবাসীও রফিকুলের পরিবারের পক্ষে দাঁড়িয়ে বলেন, এসআই জাকারিয়া আর্থিক সুবিধা নিয়ে রফিকুল পরিবারকে হয়রানি করছেন। প্রতিপক্ষরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে, সুযোগ পেলেই তারা রফিকুল ও তার পরিবারের সদস্যদের খুন করবে।
সংবাদ সম্মেলনে রফিকুলের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে এই দখলবাজ চক্র তাদের উপর নির্যাতন চালিয়ে আসছে। জমি দখল ও হয়রানির উদ্দেশ্যে বারবার মিথ্যা মামলা দিয়ে তারা পরিবারটিকে মানবেতর জীবনযাপনে বাধ্য করছে।
এ বিষয়ে এসআই জাকারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি কিছু করিনি, সবকিছু করেছেন ওসি সাহেব।” পরে ওসি’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “মামলা দুই পক্ষকেই করেছে। প্রথম পক্ষের অবস্থা গুরুতর হলেও অপর পক্ষ সামান্য আহত হয়েছে।” তবে বিস্তারিত জানতে সাংবাদিকদের থানায় এসে সরাসরি কথা বলার আহ্বান জানান তিনি।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের সুষ্ঠু তদন্ত, নিরাপত্তা এবং দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
প্রতিবেদক- জিল্লুর রহমান, লালমনিরহাট।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...