Logo Logo

অসহায়দের পাশে পিরোজপুরের সামাজিক সংস্থা, ত্রাণ পেল শতাধিক পরিবার


Splash Image

পিরোজপুরে সামাজিক উন্নয়নমূলক সংস্থা ‘উই রাইস রুরাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার কলাখালি বাজারে এ ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট দুলাল কৃষ্ণ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন সেক্রেটারি মো. আলাউদ্দিন খান, কোষাধক্ষ্য কিবরিয়া খান, এক্সিকিউটিভ মেম্বার বোরহান উদ্দিন, মফিজুর রহমান শেখ, সিয়াম তালুকদার ও ফিরোজা আক্তার। উদ্বোধনী পর্বে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামাল উদ্দিন খান।

বক্তারা বলেন, ‘উই রাইস রুরাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন’ সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে। নিয়মিতভাবে হতদরিদ্র পরিবারকে সহায়তা প্রদানের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন স্কুল, মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে কয়েক শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...