Logo Logo

সমাজ পরিবর্তনের জন্য যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : শাহজাহান চৌধুরী


Splash Image

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সেনের হাট ইসলামী পাঠাগারে দীর্ঘ ১৫ বছর পর সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলটি শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৫.৩০ মিনিটে সেনের হাট বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি সমাজ পরিবর্তনের জন্য যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তাঁর বক্তব্যে তিনি বলেন, “আর কোন ভেদাভেদ নয়, সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। হারাম ও হালাল পার্থক্য বুঝে চলতে হবে।”

প্রধান অতিথি আরও বলেন, বিদায়ী ফ্যাসিস্ট সরকারের দোসরদের প্রতিরোধে সকল শ্রমিক ও জনতা একত্রিত হোক। তিনি উল্লেখ করেন, যারা আলেম-ওলামার উপর জুলুম-নির্যাতন চালিয়েছে, তাদের কর্মকাণ্ড জাতি কখনো ক্ষমা করবে না। “৫ আগস্ট ও ৩৬ জুলাই ২য় স্বাধীনতার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আর কোন পুরাতন বাংলাদেশ নয়,” বলেন তিনি।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন অধ্যাপক মাহমুদুল হাসান, সাবেক অধ্যাপক, পতেঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসা, চট্টগ্রাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. মাওলানা আবদুল কাদের নিজামী, অধ্যক্ষ, লোহাগাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা।

বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন: আসাদুল্লাহ ইসলামাবাদী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, লোহাগাড়া উপজেলা; মোহাম্মদ মোস্তাক আহমদ, সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেতোয়ালী থানা, চট্টগ্রাম; অধ্যাপক আবু তাহের, এ্যাসিসটেন্ট সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, লোহাগাড়া উপজেলা; মাওলানা জসিম উদ্দীন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বড়দাতিয়া ইউনিয়ন; মাওলানা শাহাদাত হোছাইন, আমীর, সোনাকানিয়া ইউনিয়ন শাখা, সাতকানিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব শহীদুল হক, সভাপতি, সেনের হাট ইসলামী পাঠাগার। এছাড়াও অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয় শিক্ষার্থীদের মধ্যে, যা উপস্থিত দর্শক ও এলাকার লোকজনের মধ্যে উৎসাহ এবং আনন্দের পরিবেশ তৈরি করে।

সীরাত মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এলাকায় ইসলামি শিক্ষা ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখা এবং সমাজে নৈতিক ও ঐক্যবদ্ধ চেতনা জাগ্রত করার লক্ষ্য ছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...