Logo Logo

ববি নড়াইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে দ্বীন মোহাম্মদ-মাসুদ রানা


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নড়াইল জেলা ছাত্র কল্যাণ পরিষদ (চিত্রা) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দ্বীন মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাসুদ রানা। নবগঠিত এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।


বিজ্ঞাপন


শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে সদ্য সাবেক সভাপতি সোহাগ মিয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ঘোষিত নতুন কমিটির সভাপতি দ্বীন মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মাসুদ রানা মার্কেটিং বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী। এছাড়া ৩৭ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. নাইম হোসেন।

নবনির্বাচিত সভাপতি দ্বীন মোহাম্মদ বলেন, “নড়াইল জেলা এসোসিয়েশন আসলে একটি পরিবারের মতো সংগঠন। এটি ববিতে অধ্যয়নরত নড়াইল জেলার প্রতিটি শিক্ষার্থীর কাছে আবেগের জায়গা। আমরা সবাই যখন একসাথে হই, তখন মনে হয় যেন নিজ এলাকায় আছি। যারা আমাকে সভাপতি হিসেবে মনোনীত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই দায়িত্ব আমার কাছে সম্মানের এবং আমি চেষ্টা করব সকলের সহযোগিতায় সংগঠনটিকে আরও এগিয়ে নিতে।”

অন্যদিকে সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, “আমাকে এই পদে মনোনীত করায় আমি আন্তরিকভাবে সবার প্রতি কৃতজ্ঞ। এটি আমার জন্য বিরাট সম্মান ও দায়িত্বের। সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রত্যাশা আমরা সকলে মিলে একটি কার্যকর, সংগঠিত ও শক্তিশালী ছাত্র সংগঠন গড়ে তুলব। এ কাজে সকলের সহযোগিতা কামনা করি।”

প্রতিবেদক- মোঃ আশিকুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...