বিজ্ঞাপন
শনিবার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে শহরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভায়না মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন—গণঅধিকার পরিষদ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুব অধিকার পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি ওবায়দুল্লাহ বিন হাফিজার, সাধারণ সম্পাদক রাজিব মোল্লা, গণ অধিকার পরিষদ মাগুরা জেলা শাখার স্বাস্থ্য বিষয় সম্পাদক ডা. খলিলুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, সহ-সভাপতি ড. মাওলানা ফয়জুল ইসলাম, ইসলামিক আন্দোলন মাগুরা জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ওসমান গনি সাঈফি, খেলাফত মজলিস মাগুরা সদর উপজেলার সভাপতি মাহমুদুল হাসান রমজান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম হোসাইন, সাবেক মুখ্য সংগঠক রকিবুল ইসলাম, পড়ুয়া বাংলাদেশ মাগুরা জেলা শাখার দেলোয়ার হোসেন দৌলত, গণঅধিকার পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি শামসুল আরেফিন, শ্রমিক অধিকার পরিষদের সহ সমাজকল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন পৌর শাখার সহ-সভাপতি ইমামুল হোসেন ইলাম প্রমুখ।
বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গণতান্ত্রিক দেশে ভিন্নমতের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এছাড়া বক্তারা উল্লেখ করেন, নূরুল হক নূর দেশের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর ওপর হামলা আসলে গণতন্ত্রের ওপর হামলার সামিল। গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখতেই এ ধরনের অপচেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তারা।
বিক্ষোভ কর্মসূচিতে জেলা গণঅধিকার পরিষদ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী, ছাত্র-যুব সমাজ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিবেদক- আলী আশরাফ, মাগুরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...