Logo Logo

নির্বাচন ঠেকানো অসম্ভব, ফেব্রুয়ারির মধ্যেই ভোট: প্রেসসচিবের ঘোষণা

ফেব্রুয়ারির ১৫ তারিখের আগেই জাতীয় নির্বাচন, কোনো ষড়যন্ত্রে থামানো যাবে না: প্রেসসচিব


Splash Image

১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন: প্রেসসচিব, ছবি- সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের আগেই অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্র বা শক্তিই এ নির্বাচনকে ঠেকাতে পারবে না বলে দৃঢ়ভাবে জানিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির ১৫ তারিখের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য দেন।

প্রেসসচিব বলেন, “স্ট্রংলি বলছি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। কোনো শক্তিই এই নির্বাচন প্রতিহত করতে পারবে না। ষড়যন্ত্র করেও এ নির্বাচন বন্ধ করা সম্ভব হবে না।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি অনেক কিছুর ওপর নির্ভর করে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান থেকে সহজেই বোঝা যাবে পরিস্থিতির উন্নতি হয়েছে নাকি অবনতি। তবে সরকার নিয়মিতভাবে পুলিশকে আইনশৃঙ্খলা সংক্রান্ত আপডেট দিতে নির্দেশ দিয়েছে।

এসময় শফিকুল আলম আরও জানান, আগামী রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

-এমকে

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...