Logo Logo

ভিপি নূরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সর্বদলীয় বিক্ষোভ মিছিল


Splash Image

সাতক্ষীরায় ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর-এর উপর পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) বিকেলে সর্বদলীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


যুব অধিকার পরিষদের জেলা সভাপতি তবিবুর রহমান এর নেতৃত্বে নিউ মার্কেট মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে খুলনা রোড মোড়ের আসিফ চত্বরে এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গণধিকার পরিষদ সাতক্ষীরার সাবেক যুগ্ন আহবায়ক ইয়াসিন আরাফাত, গণধিকার পরিষদ নেতা হাসানুর রহমান হাসান, ছাত্র অধিকার পরিষদের সাবেক জেলা সভাপতি ইমরান হোসেন ইমু, যুব অধিকার পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক আজিবুর রহমান, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি সারাফাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন, শ্রমিক অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হাবিব, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলার আহবায়ক আক্তারুল ইসলাম আক্তার, সদস্য সচিব আবিদ হাসান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহবায়ক আরাফাত হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় গণধিকার পরিষদের প্রেস ব্রিফিং অনুষ্ঠানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, পুলিশ ও সেনাবাহিনী পরিকল্পিতভাবে বর্বরোচিত হামলা চালিয়েছে। তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হামলার সঙ্গে যুক্ত সকলকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা উচিত।

এছাড়া বক্তারা আরও দাবি করেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেওয়া হবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...